তারাগঞ্জ সরকারী উদ্যান
স্থান: ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়ন
খিয়ার ডাংগা কবর স্থানের পাশে
জমির পরিমান: ৮.৫৯ একর
এই উদ্যানের জমি খাস হিসেবে থাকলেও এলাকার স্বার্থনেশী কিছু লোকেরা ভোগ দখল করে অবৈধভাবে ছাষঅবাদ করে আসছিল। পর পর তিন বার নির্বাচিত চেয়ারম্যান বাবু কুমারেশ রায় এবং উপজেলা ভুমি অফিসের সহযোগিতায় উক্ত জমি উদ্ধার পূর্বক সেটি এখন তারাগঞ্জ সরকারী উদ্যানে পরিচিত লাভ করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস