বিসিমিল্লাহির রাহমানির রাহিম
সকল তথ্য সবার জন্য
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
৪নং হাড়িয়ারকুঠি ইউনিযন পরিষদ
তারাগঞ্জ রংপুর।
বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দেশের প্রতিটি ইউনিয়নে ” ইউনিযন তথ্য ও সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। যার মূল লক্ষ্য হলো সমাজের তৃণমুল মানুষের দোরগোড়ায় সহজে ও দ্রুত থথ্য সেবা পৌছান নিশ্চিত করা।
Ø তথ্য সেবা কেন্দ্রের ডিজিটাল সেবা সমূহঃ
v কম্পিউটার কম্পেজ এ ফপো কপি।
v জন্ম ও মৃত্যু নিবন্ধন করা এছাড়াও নাগরিক সনদ প্রদান ও বিভিন্ন ফরম উত্তোলন।
v বিভিন্ন পরীক্ষার রেজাল্ট প্রদান।
v বিভিন্ন স্কুল মাদ্রাসার e-isf পূরণ।
v ই-মেইল আন্টারনেট অনলাইন সেবা।
v ছবি তোলা স্ক্যানিং ও লেমিনেটিং করন।
v কৃষি স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান।
v কম্পিউটার প্রশিক্ষণ ও প্রজেক্টর ভাড়া
v মোবাইল ব্যাংকিং সেবা।
v এছাড়াও আসছে পরবর্তীতে আকর্ষণীয় সেবা।
১। জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদান।
২। কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট।
৩। লেমেনেটিং।
৪। ছবি তোলা, স্ক্যানিং ও ছবি থেকে ছবি।
৫। ফটোকপি।
৬। কম্পিউটার প্রশিক্ষন।
৭। ভিডিও ফোনে কথা বলা।
৮। প্রজেক্টর ভাড়া।
৯। কৃষি ও স্থাস্থ্য সংক্রান্ত তথ্য প্রদান।
১০। অনলাইনে চাকুরী আবেদন ও বিভিন্ন পাবলিক পরিক্ষার ফলাফল প্রদান।
১১। নাগরিক সনদ প্রদান ও বিভিন্ন প্রদার সরকারি ফরম উত্তোলন।
১২। অনলাইনে পর্চার আবেদন করা।
১৩। ভেন্ডারী লাইসেন্স এর মাধ্যমে স্টাম্প বিক্রি করা।
১৪। বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং সেবা।
১৫। অনলাইনে বিভিন্ন পাবলিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার ফরম পূরন করা।
১৭। ইন্টারনেট ব্রাউজিং সেবা প্রদান।
১৮। VGD / VGF তালিকা অনলাইনে প্রকাশ করা।
১৯। নাগরিক প্রশংসা পত্র প্রিন্ট করে প্রদান করা।
২০। এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান।
২১। এছাড়াও বিভিন্ন প্রকার অনলাইন ভিত্তিক সেবা প্রদান করা হয়।
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলোকে (udc) স্থানীয় জ্ঞান কেন্দ্র বলা যেতে পারে। জনগনের দাড়গোড়ায় বিভিন্ন তথ্য ও সেবা দিয়ে UDC গুলো তাদের সময়, শক্তি এবং অর্থ অপচয় রোধ করে। তাই UDC গুলোকে টেকসই ও স্থায়ী করতে নাগরিকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন।
সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবন জীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসি সমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, পাসপোর্ট, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
উপরে উল্লেখিত সেবা সমূহ বাজার মূল্যের চেয়ে প্রায় অর্ধেক মূল্যে প্রদান করা হয়ে থাকে।
হাড়িয়ারকুঠি ইউনিয়ন ডিজিটাল সেন্টার,
তারাগঞ্জ, রংপুর।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মালামাল সমূহ:
ক্র: নং |
বিবরন |
পরিমান |
বর্তমান অবস্থা |
অর্থায়ন |
মন্তব্য |
০১ |
ডেক্সটপ কম্পিউটার |
০১ টি |
ভাল |
পরিষদ |
|
০২ |
ডেক্সটপ কম্পিউটার |
০১ টি |
ভাল |
নিজন্ব |
|
০৩ |
কম্পিউটার মনিটর |
০২ টি |
ভাল |
০১ টি নিজস্ব |
|
০৪ |
ল্যাপটপ |
০২ টি |
০১ টি অকেজো |
পরিষদ |
|
০৫ |
প্রিন্টার |
০৩ টি |
০১ টি অকেজো |
০১ টি নিজস্ব |
|
০৬ |
ফটোকপিয়ার |
০১ টি |
ভাল |
পরিষদ |
|
০৭ |
স্টিলের আলমারী |
০১ টি |
ভাল |
পরিষদ |
|
০৮ |
সাউন্ড বক্স |
০১ টি |
অকেজো |
পরিষদ |
|
০৯ |
সোলার প্যানেল |
০১ টি |
অকেজো |
পরিষদ |
|
১০ |
কম্পিউটার টেবিল |
০৩ টি |
ভাল |
পরিষদ |
|
১১ |
চেয়ার |
০৫ টি |
ভাল |
পরিষদ |
|
১২ |
প্রজেক্টর |
০১ টি |
অকেজো |
পরিষদ |
|
১৩ |
স্ক্যানার |
০১ টি |
ভাল |
পরিষদ |
|
১৭ |
স্টিল ক্যামেরা |
০১ টি |
অকেজো |
পরিষদ |
|
১৫ |
লেমেনেটিং মেশিন |
০১ টি |
ভাল |
নিজস্ব |
|
১৬ |
সেলিং ফ্যান |
০১ টি |
ভাল |
পরিষদ |
|
১৭ |
ব্লয়ার মেশিন |
০১ টি |
ভাল |
নিজস্ব |
|
শুভেচ্ছান্তে
উদ্যোক্তা
মানিক চন্দ্র শীল
মোবাইলঃ ০১৭৪০০৫৩০০০
E- mailt: hariarkuthiup.rang@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস