Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তারাগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
বিস্তারিত

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৫ম পর্ব) ' র তারাগঞ্জ উপজেলার রিসোর্স পার্সনগণের ওরিন্টেশন সভা  উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসারের সভাপতিত্বে প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, রংপুরের উপ-পরিচালক জনাব  মোঃ দিলগীর আলম।  বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায়  ন্যাশনাল সার্ভিসে রিসোর্স পার্সনগণের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আঃ রশিদ জানান, কর্মসূচির বাছাইকৃত সুবিধাভোগীর সংখ্যা ১৭৭৬ জন। ১ম পর্বে ১০০০জন যুক্ত হবেন। উপজেলার পাচটি ভেন্যুতে দুই শিফ্‌টে ১০০০ জনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলঃ তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজে ০২টি, উপজেলা অডিটোরিয়ামে ০১টি ও আনজিরন নেছা কারিগরি মহাবিদ্যালয়ে ০২টি ভেন্যু। কর্মসূচিটির শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৬ বা ২০ আগস্ট, ২০১৭ খ্রি। 

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/08/2017
আর্কাইভ তারিখ
31/08/2017